নেত্রকোনা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ভজন, সম্পাদক আনিসুর

নেত্রকোনা টেলিভিশন সাংবাদিক ফোরামের নির্বাচনে এনটিভির স্টাফ করেসপনডেন্ট ভজন দাস সভাপতি ও মাইটিভির জেলা প্রতিনিধি আনিসুর রহমান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে শহরের মোক্তারপাড়া এলাকায় দৈনিক বাংলার নেত্র পত্রিকার সম্মেলন কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি খলিলুর রহমান শেখ ইকবাল, সহসাধারণ সম্পাদক মনোরঞ্জন সরকার, অর্থ সম্পাদক লিটন ধর গুপ্ত, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কামাল হোসাইন।
কার্যকরী কমিটির সদস্য পদে নির্বাচিতরা হলেন ম কিবরিয়া চৌধুরী হেলিম, জাহাঙ্গীর আলম সজল, লাভলু পাল চৌধুরী, মনিরুজ্জামান মহসিন ও মীর মনিরুজ্জামান খুশবু।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন বিদায়ী কমিটির সভাপতি বাংলাভিশনের জেলা প্রতিনিধি ম. কিবরিয়া চৌধুরী হেলিম ও সাধারণ সম্পাদক ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি লাভলু পাল চৌধুরী। তাঁরা জানান, সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে নেত্রকোনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে আগামী এক বছরের জন্য এ কমিটি নির্বাচিত করা হয়েছে।
নেত্রকোনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা সাংবাদিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, নেত্রকোনা উন্নয়নে নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খানে আলম খান, রেড ক্রিসেন্টের জেলা সেক্রেটারি গাজী মোজাম্মেল হোসেন টুকু, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সভাপতি দেবাশীষ সরকার, সম্পাদক মনির হোসেন বরুণসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা।