মানিকগঞ্জ সদরে বিএনপির সদস্য সংগ্রহ শুরু

মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি আইনজীবী আতাউর রহমান ভুইয়া। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আইনজীবী মোকসেদুর রহমান। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ জিন্নাহ কবির।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি আবদুল বাতেন, যুগ্ম সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজা, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সত্যেন কান্ত পণ্ডিত ভজন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী রায়হান উদ্দিন টুকু, সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বশির উদ্দিন ঠাণ্ডু, সদর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আইনজীবী সামসুল আলম, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহাম্মেদ যাদু প্রমুখ।
বক্তারা বলেন, সদস্য সংগ্রহ অভিযানের মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও সুসংহত হচ্ছে। বর্তমান জালিম সরকারের ভোট চুরির নীলনকশা প্রতিহত করতে আগামী নির্বাচনে সবাইকে দল-মত নির্বিশেষে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান বক্তারা।