অর্থ আত্মসাতের মামলায় ইউএনওর অফিস সহকারী গ্রেপ্তার

চাঞ্চল্যকর একটি চেক জালিয়াতির মামলায় পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আতিকুল ইসলাম খানকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আতিকুলের বিরুদ্ধে চেক জালিয়াতির মাধ্যমে সরকারি ২৪ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। আজ শুক্রবার বিকেলে নেত্রকোনার শ্যামগঞ্জ থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকতা নমিতা দে জানান, জুন ক্লোজিংয়ের সময় চেক বইয়ের মুড়িতে লেখা টাকার অঙ্কের সঙ্গে ব্যাংকের হিসাবের গড়মিল দেখতে পান তিনি। বিষয়টি যাচাই করতে ব্যাংক থেকে চেকের ছায়ালিপি সংগ্রহ করে অনুসন্ধান করা হয়। আর এতেই ধরা পড়ে আতিকুলের চেক জালিয়াতির ঘটনা।
নমিতা দে আরো জানান, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর হোসেন সজলের দায়িত্ব পালনের সময় সোনালী ব্যাংক পূর্বধলা শাখায় নির্বাহী কর্মকর্তার নামে দুটি চলতি হিসেব থেকে সাতটি চেকের মাধ্যমে সাবেক ওই কর্মকর্তার সই করা চেকের ফাঁকা স্থানে অতিরিক্ত টাকা বসিয়ে আতিকুল ইসলাম খান ২৪ লাখ ২০ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর অফিস সহকারী আতিকুল ইসলামকে ২ জুলাই সাময়িক বরখাস্ত করা হয়।
এ ব্যাপারে নমিতা দে বাদী হয়ে গত ৪ জুলাই অফিস সহকারী আতিকুল ইসলাম খানের বিরুদ্ধে ২৪ লাখ ২০ হাজার আত্মসাতের অভিযোগ এনে পূর্বধলা থানায় একটি মামলা করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে আজ বিকেলে শ্যামগঞ্জ এলাকা থেকে আতিকুলকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য নেত্রকোনার গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।