নেত্রকোনায় আচার খেয়ে ১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ!

দোকানের খোলা আচার খেয়ে নেত্রকোনা সদরের চল্লিশা ইউনিয়নে বামনমোহা ছদ্দু মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনার পর প্রত্যেক শিশুকে বিকেল পর্যন্ত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অসুস্থ শিশুদের মধ্যে রয়েছে- তৃতীয় শ্রেণির ইয়ামিন, সিফাত, শামীম, সাব্বির, নোবেল, আশিক, তুর্জয় ও চতুর্থ শ্রেণির মণি, সোনিয়া, সুবর্ণা। সবার বাড়ি চল্লিশা ইউনিয়নের বিভিন্ন গ্রামে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম ও সহকারী শিক্ষিকা হোসনে আরা বেগম এ তথ্য জানান।
শিক্ষকরা জানান, স্কুলে এসে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা বাবুল হক নামের এক দোকানির কাছ থেকে আচার কিনে খায়। এর কিছুক্ষণের মধ্যে শিশুরা কেউ অচেতন হয়ে পড়ে আর কারো বা পাতলা পায়খানা শুরু হয়। পরে প্রত্যেককে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের হাসপাতালে ভর্তি করেন।
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. এ কে এম আব্দুল্লাহ্ আল মামুন জানান, ভেজাল আর মেয়াদোর্ত্তীণ আচার খাওয়ার কারণে এমনটা হতে পারে। শিশুদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আচার খেয়ে অসুস্থ চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সুবর্ণার বাবা পল্লী চিকিৎসক কামরুল হাসান সবুজ। তিনি বলেন, ‘যারা ব্যবসার নামে ভেজাল খাদ্য বিক্রি করে কোমলমতি শিশুদের জীবন নিয়ে জুয়া খেলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।’ শুধু সবুজই নন সব অভিভাবক দোকানদার আচার বিক্রেতা বাবুলের শাস্তি চেয়ে প্রশাসনের কাছে ভেজাল খাদ্য ধরতে নিয়মিত বাজার মনিটরিং করার দাবি করেন।
নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।