স্বামীর কুড়ালের কোপে স্ত্রী নিহত

নেত্রকোনার মোহনগঞ্জে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। নিহত নারীর নাম বিউটি বেগম।
আজ বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বানিয়াজুরা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানায়, বিউটির স্বামী রাসেল মিয়া সব সময় নেশাগ্রস্ত থাকেন। বিষয়টি নিয়ে তাঁদের দাম্পত্য জীবনে কলহ লেগেই থাকে। এরই জের ধরে আজ বেলা সাড়ে ১১টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে ঘরে থাকা কুড়াল দিয়ে রাসেল স্ত্রী বিউটির মাথায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই নিহত হন বিউটি।
বিষয়টি টের পেয়ে রাসেলকে আটক করে প্রতিবেশীরা। পরে পুলিশে খবর দেয় তারা।
মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.আব্দুল মোতালেব জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিউটির লাশ উদ্ধার করেন তাঁরা। পরে ময়নাতদন্তের জন্য লাশটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া এলাকাবাসীর সহায়তায় বিউটির স্বামী রাসেলকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
রাসেল-বিউটি দম্পতির দুই সন্তান রয়েছে।
এ ঘটনায় বিউটির বাবা দুলাল হোসেন বাদী হয়ে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন।