ময়মনসিংহ সওজের জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ
ময়মনসিংহ পৌরসভায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রায় ৪০ কোটি টাকা মূল্যের জমিতে থাকা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
গতকাল সোমবার সকালে পৌর এলাকার পাটগুদাম মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সওজের কিছু কর্মকর্তা ও পুলিশ সদস্যরা এই অভিযানে অংশ নেন।
ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমডি শামসুল আরেফিন জানান, সওজের মালিকানাধীন ৫০ শতাংশের কাছাকাছি জমিতে প্রায় দুই বছর আগে অবৈধভাবে দোকান নির্মাণ করে পৌরসভা কর্তৃপক্ষ। পরে পৌরসভার পক্ষ থেকে জামানত নিয়ে সেই দোকানগুলো ভাড়া দেওয়া হয় স্থানীয় লোকজনের কাছে। এসব দোকানের জন্য পাটগুদাম এলাকায় প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছিল, যা জনগণের ভোগান্তিসহ ট্রাফিক পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করছিল। সড়ক প্রশস্তকরণ ও জনস্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জমি দখলমুক্ত করা হচ্ছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান, এ ধরনের জমিতে স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সওজের উপবিভাগীয় প্রকৌশলী খ ম শরীফুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী (এসডিই) আবুল হোসেন, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান।
উচ্ছেদের পর আওলাদ হোসেন নামের এক হোটেল ব্যবসায়ী অভিযোগ করে বলেন, প্রায় দুই বছর আগে চার লাখ ২০ হাজার টাকায় তিনি একটি দোকান ভাড়া নেন। তখন তাঁকে কোনো কাগজপত্র দেওয়া হয়নি। দোকানটিতে তিনি হোটেল ব্যবসা করতেন। হঠাৎ করে তাঁর সেই দোকানটি উচ্ছেদের ফলে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে জানতে ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটুর সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

আইয়ুব আলী, ময়মনসিংহ