খেলাধুলায় দেশ এগিয়ে যাচ্ছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, বর্তমান সরকার খেলাধুলায় বিশেষ নজর দিয়েছে। ক্রিকেটে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ শক্ত অবস্থানে রয়েছে। ফুটবলেও পিছিয়ে নেই। বাংলাদেশের সাফল্য বিশ্বের দরবারে ফুটে উঠেছে। খেলাধুলায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সরকার। সুস্থ দেহ ও সুস্থ মনের অধিকারী হতে হলে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই।
আজ রোববার বিকেলে মানিকগঞ্জে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ডা. জীবন স্মৃতি ভেটার্যান্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মো. নাজমুস সাদাত সেলিমের সভাপতিত্বে সংসদ সদস্য এ এম নাইমুর রহমান দুর্জয় ও মমতাজ বেগম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জজকোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুস সালাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুসহ জেলা ক্রীড়া সংস্থার অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় ঢাকা সোনালি অতীত ক্লাব ৭-২ গোলে বগুড়া সোনালি অতীত ক্লাবকে পরাজিত করে।
ঢাকা সোনালি অতীত ক্লাবের পক্ষে জাতীয় দলের সাবেক খেলোয়াড় ইউসুফ, শামীম ও ডন অংশ নেন। অপরদিকে বগুড়া সোনালি অতীত ক্লাবের পক্ষে জাতীয় দলের সাবেক খেলোয়াড় শাকিনুর রহমান খেলেন।
এই টুর্নামেন্টে ভারতের কল্যাণী টাউন ক্লাবসহ মোট আটটি দল অংশ নিচ্ছে।