গাজীপুরে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার

গাজীপুরে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ড্রেন থেকে বৃহস্পতিবার অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, হোসেন মার্কেট এলাকায় ড্রেনে সকালে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ওই যুবককে শ্বাসরোধে হত্যার পর লাশ ড্রেনে ফেলে যায়। তবে কী কারণে এবং কারা ওই যুবককে হত্যা করেছে, তা বলতে পারেনি পুলিশ। যুবকের পরনে ফুলহাতা শার্ট ও জিন্সের প্যান্ট ছিল।