ফাহিমের নতুন পোশাক পাওয়া হলো না

ঈদে ফাহিমের চাই নতুন পোশাক। সেই পোশাক কিনতে হবে ঢাকা থেকে। আর নানার বাড়ি তো ঢাকাতেই। নতুন পোশাক নিয়ে আজই গাজীপুরে নিজেদের বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছে ছিল ফাহিমের। তা আর হলো না।
আজ বুধবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আনোয়ার খান মডার্ন কলেজ হাসপাতালের সামনে বাসচাপায় মারা গেছে ষষ্ঠ শ্রেণির ছাত্র ফাহিম আহমেদ (১২)। তাদের বাড়ি গাজীপুরের শ্রীপুরে।
ফাহিমের সঙ্গে তার মা ঝর্ণা বেগম ও বড় ভাই পাভেল আহমেদ (১৮) গাজীপুর থেকে ঢাকাগামী ভিআইপি পরিবহনের একটি বাসে (ব-১১৭৫৪১) করে ঝিগাতলার দিকে যাচ্ছিল। হাজারীবাগে ফাহিমের নানা জাহাঙ্গীর আলমের বাসা।
বাসটি ধানমণ্ডি আনোয়ার খান মডার্ন কলেজ হাসপাতালের সামনে আসার পরই বাসের চালক সবাইকে নেমে যেতে বলেন। ফাহিমের মা ঝর্ণা বেগম বলেন, ‘আমাদের বলা হলো নেমে যেতে, বাসটি আবার ঘোরানো হবে। বাসটি দ্রুত ঘোরার সময় রাস্তা পার হতে থাকা ফাহিমকে চাপা দেয়। ফাহিমকে আহত অবস্থায় আনোয়ার খান মডার্ন কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
বাসে থাকা একাধিক যাত্রী জানিয়েছেন, ওই বাসটি ট্রান্সসিলভা নামে অন্য একটি বাসের সঙ্গে প্রতিযোগিতা করছিল। ধানমণ্ডিতে আসার পরেও দুই বাসের দ্রুত চলার প্রতিযোগিতা থামেনি। দ্রুত চলার কারণেই ফাহিমকে চাপা দেয় ঘাতক বাস।
স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ভিআইপি পরিবহনের ঐ বাসে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে ট্রান্সসিলভা বাসে ভাঙচুর করেন।
ধানমণ্ডি থানার উপপরিদর্শক পারভেজ ফাহিমের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে যান। ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, ভিআইপি পরিবহনের বাসের চালককে আটক করা হয়েছে।