সন্দেহের বশে পিটিয়ে হত্যা!

সন্দেহজনকভাবে চলাচল করায় অজ্ঞাতনামা এক যুবককে পিটিয়ে হত্যা করেছেন ব্যবসায়ীরা। আজ বুধবার সকাল ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় এ ঘটনা ঘটে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, চন্দ্রা ত্রিমোড় এলাকায় আজ সকাল ৬টার দিকে হাজী মুহাম্মদ আলী প্লাজার ভেতরে সন্দেহজনকভাবে চলাচল করায় সময় ব্যবসায়ীরা এক যুবককে আটক করে পিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, ওই যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।