নেত্রকোনায় শিক্ষাবৃত্তি পেল শতাধিক শিক্ষার্থী

নেত্রকোনার ১০৬ জন অসহায়, গরিব ও দুঃস্থ শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি দিয়েছেন জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান। আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃত্তির এ চেক বিতরণ করেন তিনি।
জেলা প্রশাসকের উদ্যোগে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এই বৃত্তি দেওয়া হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোসাইন আকন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজিজ হায়দার ভূইয়া, সহকারী কমিশনার (শিক্ষা) মমতা আফরিনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা।
জেলার বিভিন্ন বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণি পর্যন্ত অসহায়, গরিব ও দুঃস্থ পরিবারের মধ্যে চার লাখ ২৬ হাজার টাকার শিক্ষাবৃত্তি দেওয়া হয়। এ ছাড়া তিনজন শিক্ষককে ১০ হাজার টাকা করে চিকিৎসা ভাতা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার (শিক্ষা) মমতা আফরিন জানান, জেলা সদরসহ কেন্দুয়া, পূর্বধলা, কলমাকান্দা ও মোহনগঞ্জের ১৪টি স্কুল ও কলেজের শিক্ষার্থীর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দ করা অর্থ দেওয়া হয়েছে।
মমতা আফরিন আরো জানান, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির প্রত্যেককে তিন হাজার টাকা, অষ্টম ও নবম শ্রেণির প্রত্যেককে চার হাজার টাকা এবং কলেজের শিক্ষার্থীদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়।