নেত্রকোনায় নদী থেকে যুবকের লাশ উদ্ধার

নেত্রকোনা পৌরসভার পারলা এলাকায় তেলিগাতী ব্রিজসংলগ্ন মগড়া নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নদীতে ভাসমান অবস্থায় থাকা লাশটি উদ্ধার করে মডেল থানার পুলিশ।
ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান বলেন, এলাকার বাসিন্দাদের কাছ থেকে সংবাদ পেয়ে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তাঁর মুখে হালকা দাড়ি, পরনে পাতলা কাপড়ের প্যান্ট ও চেক টি-শার্ট রয়েছে। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। লাশের বাম পায়ের বৃদ্ধাঙ্গুলের নখ নেই। শরীরে আরো আঘাতের চিহ্ন রয়েছে কি না বোঝা যাচ্ছে না।
ওসি বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ জানা যাবে। ডিএনএ পরীক্ষার জন্য নমুনাও সংরক্ষণ করা হয়েছে।