মানিকগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আর নেই

মানিকগঞ্জ পৌর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার, সাংস্কৃতিক বিপ্লবী সংঘের সাধারণ সম্পাদক ও ক্যাবল অপারেটর রিয়াজ উদ্দীন আহম্মেদ পান্নু (৬২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবারা ভোর সাড়ে ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন তিনি।
সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে বাদ জোহর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সেওতা কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
রিয়াজ উদ্দীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড।