নেত্রকোনায় ঈদের আগে মজুরি পেলেন না ৩৯৪ শ্রমিক

নেত্রকোনার মদন উপজেলায় দুই ইউনিয়নে কর্মসৃজন কর্মসূচির ৩৯৪ জন শ্রমিক ঈদের আগে মজুরি উত্তোলন করতে পারেননি। এতে তাঁদের পরিবার বঞ্চিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ থেকে।
প্রকল্প কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৬ মে থেকে ইউনিয়নে দ্বিতীয় পর্যায়ের কর্মসৃজন কর্মসূচির কাজ শুরু করা হয়। মদনের মাঘান ও ফতেপুর ইউনিয়নে কর্মরত শ্রমিকদের বেতন-ভাতা যথাসময়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে জমা দেওয়া হয়নি। তাই ঈদের আগে শ্রমিকদের বেতন পরিশোধ করা সম্ভব হচ্ছে না।
মাঘান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জি এম শামসুল আলম চৌধুরী কায়কোবাদ ও ফতেপুর ইউপির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম চৌধুরী বলেন, জুন মাসে বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় এ কর্মসূচির মজুরি যথাসময়ে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া সম্ভব হয়নি। ঈদের পরেই তাঁরা মজুরি পেয়ে যাবেন।
ফতেপুর ইউনিয়নে দায়িত্বরত ট্যাগ কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘শ্রমিকদের বিল প্রস্তুত করার দায়িত্ব আমার নয়। আমার কাছে বিল নিয়ে এলে স্বাক্ষর করে দেব।’ এ বিষয়ে মাঘান ইউনিয়নে দায়িত্বরত ট্যাগ কর্মকর্তা খায়রুল আলমের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
কর্মসৃজন কর্মসূচির কাজের তদারককারী কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী মো. আরিফুর রহমান বলেন, সংশ্লিষ্টদের অবহেলার কারণেই শ্রমিকরা মজুরি পাচ্ছেন না।
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, ‘আমরা সংশ্লিষ্ট শ্রমিকদের বিলের অনুমোদন দিয়েছি।’
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওয়ালিউল হাসান বলেন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা বিলগুলো অফিসে জমা না দেওয়ায় শ্রমিকরা বিল পাচ্ছেন না। ওই দুই ইউনিয়নের চেয়ারম্যানদের তাগিদ দেওয়ার পরও সঠিক সময়ে বিল জমা দিতে না পারায় বিল হয়নি। বিল জমা দিলে অনুমোদন দেওয়া হবে।