নেত্রকোনা জেলা বিএপির ইফতার

পবিত্র রমজান উপলক্ষে নেত্রকোনা জেলা বিএনপির সাবেক নেতাদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের অজহর রোডের ট্রাকস্ট্যান্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে দলের নেতাকর্মীদের পদচারণে মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানটি নবীন-প্রবীণ নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়।
ইফতার মাহফিলে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নূরুজ্জামান নুরু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. আরিফা জেসমিন নাহীন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোস্তাফিজুর রহমান খান রেজভী, এ টি এম মোস্তফা চুন্নু, ইমরান খান চৌধুরী, সাবেক সদর উপজেলা বিএনপির সভাপতি সামছুল আলম মারুফ, সাবেক পৌর বিএনপির সভাপতি মাসুদুল আজিজ টিটু, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সৈয়দ আবদুল মোতালিব, জেলা ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা মাসুদ, নেত্রকোনা সরকারি কলেজের সাবেক এজিএস ইফতে খায়রুল ইসলাম তিলকসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।