ভাবীকে ধর্ষণের মামলায় ব্যবসায়ী কারাগারে

ঝালকাঠিতে চাচাতো ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দেবর রেজাউল করিম কাজল (৪২) নামে এক ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজলকে এ আদেশ দেন।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, ২০১৬ সালের সেপ্টেবরে সদর উপজেলার পিপলিতা গ্রামের প্রবাসী চাচাতো ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ করেন ওই চাচাতো ভাই রেজাউল করিম কাজল। এতে ওই গৃহবধূ অন্তঃসত্ত্বা হয়ে পড়লে কাজল তাঁকে বিয়ে করতে অপারগতা প্রকাশ করেন। পরে ওই গৃহবধূ লোকলজ্জার ভয়ে ঢাকায় চলে যান এবং সেখানে সন্তানের জন্ম দেন। এ অবস্থায় কাজলের কাছে সন্তানের বাবার পরিচয়ের দাবি জানান গৃহবধূ। কিন্তু ওই সন্তানকে মেনে নিতে অস্বীকার করেন কাজল। গৃহবধূ বাধ্য হয়ে গতকাল বৃহস্পতিবার ঝালকাঠি সদর থানায় ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা করেন। রাতেই থানার পুলিশ কাজলকে গ্রেপ্তার করে। শুক্রবার দুপুরে কাজলকে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে বিচারক বেগম রুবাইয়া আমেনা তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামি রেজাউল করিম কাজলের শহরের কুমারপট্টি সড়কে ‘অপূর্ব সু হাউস’ নামে দোকান রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মজিবর রহমান জানান, আদালতের অনুমতি নিয়ে সন্তানের বাবার পরিচয় জানার জন্য ডিএনএ টেস্টের ব্যবস্থা করা হবে।