মার খেল ছোটটাই, প্রাণ গেল চালকেরও

ছোট একটি পিকআপ ভ্যান। এর পেছনে লেখা ‘আমি ছোট, আমাকে মেরো না।’ সেই কথা শোনেনি বড়টি। বড় একটি পিকআপ ভ্যান তার সামনের অংশ দুমড়েমুচড়ে দিয়েছে। এতে মারা গেছেন ছোট পিকআপ ভ্যানের চালক।
আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার সাভারের আনন্দপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে দুটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ দুটি পিকআপ ভ্যান জব্দ করেছে। তবে বড় পিকআপ ভ্যানের চালক পলাতক বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
ওসি জানান, আজ সকালে সাভারের আনন্দপুর এলাকায় একটি বড় পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ছোট পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছোট পিকআপ ভ্যানের চালক জালাল কবিরাজ নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত পাঁচজন। পরে আহতদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
নিহত পিকআপ ভ্যানচালক জালাল কবিরাজ রাজবাড়ীর জলিল কবিরাজের ছেলে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান ওসি মো. কামরুজ্জামান।