নেত্রকোনায় বজ্রপাতে দুজন নিহত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন।
গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, আকাশে মেঘ দেখে মোজাফ্ফরপুর ইউনিয়নের বড়তলা বড়বাড়ী গ্রামের সাইদুল হক (৬০) জালিয়ার হাওর থেকে গরু আনতে যান। গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে গরুসহ তিনি ঘটনাস্থলেই মারা যান।
অন্যদিকে বলাইশিমুল ইউনিয়নের রাজাইল গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে কামরুল ইসলাম (৩৫) বৃষ্টি হওয়ার সময় বাড়ির পেছনে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।