শ্রীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলার সিংদিঘী গ্রামে গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রুমি আক্তার (২৩)। তিনি শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের হুমায়ুনের স্ত্রী ও বেতজুড়ি গ্রামের আবদুর রহমানের মেয়ে।
আজ শনিবার নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আতাউর রহমান জানান, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল শুক্রবার দিবাগত রাতে সিংদিঘী গ্রামে স্বামীর বাড়ির পাশের পুকুরপাড়ের হিজলগাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো রুমি আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে এক সন্তানের জননী ওই গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার সন্ধ্যায় ইফতার নিয়ে বউ-শাশুড়ির মধ্যে ঝগড়া হয়। ওই ঘটনার জের ধরে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।