নেত্রকোনা পৌরসভার শত কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনা পৌরসভার ২০১৭-২০১৮ অর্থ বছরে প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার সচেতন নাগরিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এই বাজেট ঘোষণা করা হয়।
পৌরসভার মেয়র আলহাজ নজরুল ইসলাম খান গতকাল সোমবার সন্ধ্যায় নতুন কোনো কর আরোপ ছাড়াই ১১৮ কেটি ১৬ লাখ ৭৮ হাজার ১১১ টাকার বাজেট ঘোষণা করেন।
নেত্রকোনা পৌরসভা কার্যালয়ে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমিন, চন্দ্রনাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম রসুল তালুকদার, জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার।
ঘোষিত বাজেটে আয় দেখানো হয়েছে ১১৮ কোটি ১৬ লাখ ৭৮ হাজার ১১১ টাকা। ব্যয় ধরা হয়েছে একই পরিমাণ টাকা। বাজেটে আগত তহবিল ছিল ৮১ লাখ ৩৯ হাজার ৪৯৮ টাকা। উদ্বৃত্ত-ধরা হয়েছে ৮৬ লাখ ১৭ হাজার ২৮১ টাকা। অর্থবছরে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকতা মো. নূরুল ইসলাম।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পৌরসভার মেয়র আলহাজ নজরুল ইসলাম খান। বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান এবং পুলিশ সুপার জয়দেব চৌধুরী।
বাজেটোত্তর আলোচনায় অংশ নেন সাংবাদিক হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, সাংবাদিক ভজন দাস, এ কে এম আবদুল্লাহ, কামাল হোসেন, আলপনা বেগম, আনিসুর রহমান প্রমুখ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র নজরুল ইসলাম খান জানান, শহরের প্রধান সড়কটি দ্রুত নির্মাণ করা হবে। এ ছাড়া মগড়া নদীর দুই পাড়ের সৌন্দর্য বর্ধন, অত্যাধুনিক অডিটরিয়াম নির্মাণ, শিশুপার্কসহ পৌরসভা সিসি ক্যামেরার আওতায় আনা এবং পৌর শহরের যানজট ও জলাবদ্ধতা নিরসন করা হবে বলেও জানান তিনি।
নেত্রকোনা পৌরসভার প্যানেল মেয়র ও সব কাউন্সিলর বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।