ছুটির দিনে জমজমাট ঈদের কেনাকাটা

ঈদকে সামনে রেখে রাজধানীর শপিংমল, মার্কেট, ফুটপাতসহ সবখানে জমে উঠেছে কেনাকাটা। সরকারি ছুটির দিনে আজ শুক্রবার সকাল থেকেই কেনাকাটায় ব্যস্ত সময় পার করেন রাজধানীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নিউমার্কেট, বসুন্ধরা সিটি, এলিফ্যান্ট রোড, গাউছিয়া, ফার্মগেট, গুলিস্তানসহ বেশ কিছু এলাকায় ঘুরে ক্রেতাদের ব্যাপক ভিড় দেখা গেছে।
সকালে নিউমার্কেটে কেনাকাটা করতে যান একটি বেসরকারি কোম্পানিতে জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত জামিল হাসান। অনুভূতি জানতে চাইলে তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘ঈদ উপলক্ষে পরিবারের সবার জন্য জামাকাপড় কেনা প্রয়োজন। পরিবারে সবার একসঙ্গে একই দিনে কাপড় কেনা সম্ভব নয়। তাই আজ বন্ধের দিনে স্ত্রীকে সঙ্গে নিয়ে বের হয়েছি। কেনাকাটা একটু এগিয়ে রাখছি।’
নিউমার্কেট এলাকায় সামাদ নামের এক দোকানি বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানে ক্রেতার সংখ্যা বাড়ে। শুক্রবার হওয়ায় ক্রেতার চাপ বেশি। তাই দোকানে অতিরিক্ত লোকও রাখা হয়েছে, যাতে ক্রেতাদের হয়রানি না হয়।
নিউমার্কেটসংলগ্ন নূর ম্যানসন শপিং সেন্টারে কেনাকাটা করতে আসা রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আঁখি আক্তার জুঁই এনটিভি অনলাইনকে বলেন, ‘ঈদের ছুটিতে ১৫ রোজার পরেই গ্রামের বাড়িতে চলে যাব। তাই গ্রামে যাওয়ার আগে বাড়ির সবার জন্য কিছু কেনাকাটা করতে মার্কেটে এসেছি।’
জিনিসপত্রের দাম কেমন জানতে চাইলে জুঁই বলেন, জামাকাপড়ের দাম তুলনামূলক তেমন বেশি নয়। ১৫ রোজা পার না হওয়ায় দোকানদাররা তেমন বেশি লাভের আসা করছেন না। দাম প্রথমে একটু বেশি চাইলেও দামাদামি করলে তা অল্পতেই পাওয়া যাচ্ছে।
নওরিন আক্তার লিমা নামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্রী বলেন, ‘পরিবারে ১৪ জন সদস্য হওয়ায় একটু একটু করে কিনে রাখছি। এক দোকানে দুইটা শাড়ির দাম চেয়েছিল ১১ হাজার টাকা, পরে সেগুলো ছয় হাজার টাকায় কিনেছি।’
ছুটির দিনে কেনাকাটায় আসা কোনো কোনো ক্রেতা দাম বেশি রাখার অভিযোগ করেছেন। তাঁদের একজন রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি শপিংমলে পোশাক কিনতে আসা এক ব্যক্তি। তিনি বলেন, রোজার শুরু থেকেই দোকানিরা স্বাভাবিকের চেয়ে বেশি দাম রাখছেন। কারণ, ব্যবসায়ীরা মনে করছেন যে ঈদের আমেজ এখনো ঠিকমতো শুরু হয়নি। তাই ইচ্ছামতো দাম হাঁকাচ্ছেন।
রাজধানীর কারওয়ান বসুন্ধরা সিটি শপিংমলে গিয়ে দেখা যায়, সেখানেও ক্রেতাদের ব্যাপক ভিড়। মার্কেটের এক ব্যবসায়ী এনটিভি অনলাইনকে বলেন, এখনো সেভাবে বিক্রি শুরু হয়নি। অনেকে আসছেন জিনিস পছন্দ করতে। আবার অনেকে এসেছেন জিনিসপত্রের দাম দেখতে। আজ শুক্রবার ছুটির দিনে মানুষ একটু বেশি দেখা যাচ্ছে।
এদিকে গুলিস্তান, ফার্মগেট এলাকার ফুটপাতগুলোতে ছোটখাটো দোকান বা ভ্রাম্যমাণ দোকানগুলোতে মানুষের ভিড় দেখা গেছে।