হাওরে ছাড়া হলো দেশীয় মাছের পোনা

নেত্রকোনায় হাওরে দেশীয় জাতের পোনা মাছ ছাড়া হয়েছে। নেত্রকোনার মোহনগঞ্জের ডিঙ্গাপোতা হাওরে মৎস্য বিভাগের উদ্যোগে দেশীয় বিভিন্ন জাতের লক্ষাধিক পোনা অবমুক্ত করা হয়।
আজ শুক্রবার সকালে মাছের পোনা অবমুক্ত করেন নেত্রকোনা জেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন আহম্মদ ও মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী মাহমুদ আকন্দ।
পাহাড়ি ঢল আর অতিবৃষ্টির কারণে নেত্রকোনার মোহনগঞ্জের চর হাইজদা বেড়িবাঁধ ভেঙে নষ্ট হয় ডিঙ্গাপোতা, কীর্তনখোলা, পাঙ্গাসিয়া, নাওটানা হাওরসহ জেলার ছোট-বড় ১৩৪টি হাওরের বোরো ফসল। এরপর এসব হাওরের মাছ মরতে শুরু করে।
বিশেষজ্ঞরা জানান, তলিয়ে যাওয়া ফসল পচে পানির অক্সিজেন কমে গিয়ে মরতে শুরু করে উন্মুক্ত হাওরের মাছ।
জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিন জানিয়েছেন, গত বন্যায় হাওরাঞ্চলে মাছের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবার ১২ হাজার টন পোনা মাছ অবমুক্ত করা হবে। মৎস্য অবমুক্ত শেষে দেশীয় মাছ রক্ষায় মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান জেলা মৎস্য কর্মকর্তা।
হাওরে পোনা অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার সাহা, নেত্রকোনা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা হোসেন, পূর্বধলা উপজেলা মৎস্য কর্মকর্তা সুতপা ভট্টাচার্যসহ এলাকার বাসিন্দারা।