নেত্রকোনায় সৌদি প্রবাসীর ওপর হামলা

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সৌদি আরব প্রবাসী এক ব্যক্তির ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। গত মঙ্গলবার রাতে উপজেলার খলিশাপুর ইউনিয়নের বন্ধেরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
গুরুতর আহত সৌদি আরবপ্রবাসী রফিকুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতের পরিবার সূত্রে জানা যায়, পূর্বধলার খলিশাপুর ইউনিয়নের বন্ধেরপাড়া গ্রামের আইনউদ্দিন মাস্টারের ছেলে রফিকুল ইসলাম। তিনি ১২ বছর সৌদি আরব ছিলেন। এক বছর আগে তিনি গ্রামের বাড়িতে আসেন। বাড়ির পাশে মাছ চাষ শুরু করেন। এ জন্য নর্দমা নির্মাণ করাকে কেন্দ্র করে প্রতিবেশী শহীদ ও তারা মিয়ার সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।
গত মঙ্গলবার সকালে রফিকুল ইসলামকে তাঁর ফিশারি থেকে নর্দমা দিয়ে পাশের খালে পানি নামতে নিষেধ করে প্রতিপক্ষরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এরই জের ধরে ওই দিন রাতে গ্রামের পাশে কুরপাড় নতুন বাজার এলাকায় রাস্তায় ওত পেতে থাকে প্রতিপক্ষরা। বাজার থেকে রাত ১০টার দিকে বাড়ির ফেরার পথে রফিকুল ইসলামের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় শহীদ ও তারা মিয়াসহ সাত-আটজন। রফিকুল ইসলামকে ধানক্ষেতে ফেলে লাঠি দিয়ে পেটায় এবং উপর্যুপরি ছুরিকাঘাত করে তারা। শব্দ শুনে বাজারের লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে বুধবার সকালে গুরুতর অবস্থায় রফিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় আটজনকে আসামি করে পূর্বধলা থানায় একটি অভিযোগ করার কথা জানিয়েছেন রফিকুলের আত্মীয় খালেদ মোশারফ। তিনি বলেন, তাঁর ভগ্নিপতি রফিকুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে প্রতিপক্ষরা এ হামলা করেছে।
এ ব্যাপারে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব বলেন, ‘আজ বৃহস্পতিবার বিকেলে ঘটনার অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’