নেত্রকোনায় বজ্রাঘাতে একজন নিহত

নেত্রকোনার মদন উপজেলায় বজ্রাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম খোকন মিয়া (৫০)। তিনি উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রামের বাসিন্দা।
খোকন মিয়া গতকাল শনিবার সন্ধ্যায় বজ্রাঘাতে আহত হন। আজ রোববার সকাল সোয়া ৭টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান খোকন মিয়ার ভাই গেনু মিয়া।
নিহতের ভাই গেনু মিয়া জানান, গতকাল শনিবার সন্ধ্যার দিকে গ্রামের সামনের দুল্লার হাওর থেকে বাড়িতে ফিরছিলেন খোকন মিয়া। পথে বজ্রাঘাতে আহত হন খোকন মিয়া। পরে তাঁকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল কদ্দুছ জানান, হাসপাতালে আনার সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।