নেত্রকোনায় ঝড়ে পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ১

নেত্রকোনার মদন ও আটপাড়া উপজেলায় আজ শনিবার প্রচণ্ড ঝড়ে পাঁচ শতাধিক কাঁচা, আধাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভেঙে পড়েছে সহস্রাধিক গাছ। এ সময় মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী গ্রামে ঘরের নিচে চাপা পড়ে নূরনাহার বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
স্থানীয় প্রশাসন ও ক্ষতিগ্রস্ত এলাকাবাসী জানায়, আটপাড়া উপজেলার তেলিগাতি ইউনিয়নের গন্ধর্ভপুর, তেলিগাতী, বিজয়পুর, বড়তলী, শাসনকান্দি, কামারগাতি, পূর্ব হাতিয়র, পশ্চিম হাতিয়র, ইকরাটিয়া গ্রাম ও তেলিগাতি বাজারের ওপর দিয়ে বেলা সোয়া ২টার দিকে প্রায় পাঁচ মিনিট স্থায়ী ঝড় তাণ্ডব চালায়। ঝড়ে তেলিগাতী বাজারে ২০ থেকে ২৫টি দোকান, তেলিগাতি ডিগ্রি কলেজের ছাত্রাবাসের দুটি টিনের চালা ঘরসহ পাঁচ শতাধিক কাঁচা ও আধাপাকা ঘর বিধ্বস্ত হয়। ঝড়ে সহস্রাধিক ফলদ ও বনজ গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে ও ভেঙে পড়ে। ঝড়ের সময় ঘর ও গাছের নিচে চাপা পড়ে এক বৃদ্ধাসহ বেশ কয়েকজন আহত হয়। বৃদ্ধাকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। ঝড়ের পর থেকে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে বিকেলে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি, জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবর্ণা সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজুল হক ক্ষতিগ্রস্ত আটপাড়া এলাকা পরিদর্শন করেন।
তেলিগাতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর হাসান বলেন, ঝড়ে ইউনিয়নের আট থেকে দশটি গ্রামের ৫০০ থেকে ৬০০ ঘরবাড়ি, তেলিগাতি কলেজ ও বাজারের ব্যাপক ক্ষতি হয়েছে। বেশ কিছু মানুষ ঘরের নিচে চাপা পড়ে আহত হয়েছেন।
তেলিগাতি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম আরা বেগম জানান, কলেজের ছাত্রাবাসের দুটি টিনের ঘর বিধ্বস্ত হয়েছে। ভেঙে গেছে বহু গাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে লাইব্রেরি এবং রোববার থেকে শুরু হওয়া ডিগ্রি পরীক্ষার কক্ষগুলো।
মদনের ইউএনও মো. ওয়ালিউল হাসান মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী গ্রামে ঘরের নিচে চাপা পড়ে নূরনাহার বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।’