মোটরসাইকেলে তিন আরোহী, ট্রাকচাপায় নিহত ২

মানিকগঞ্জের জোকা এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো এক মোটরসাইকেল আরোহী।
আজ বুধবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আলেক গাইন (৪৫) ও তজুমুদ্দিন (৪২)। হতাহতদের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার লক্ষ্মীপুরা গ্রামে।
বরংগাইর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আহসান এনটিভি অনলাইনকে জানান, একটি মোটরসাইকেলে তিনজন মানিকগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। বেলা পৌনে ২টার দিকে বিপরীত দিক থেকে আসা পাটুরিয়াগামী ট্রাকটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আলেক নিহত হন।
গুরুতর আহতাবস্থায় অপর দুই আরোহী তজুমুদ্দিন ও আসলামকে পাশের গিলন্ড এলাকার মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তজুমুদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত অপর আরোহী আসলাম হোসেনকে (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
ট্রাকটি আটক করা হলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান নাজমুল।