পুনর্বাসনের দাবিতে মানিকগঞ্জে হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মানববন্ধন

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে উচ্ছেদ হওয়া হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা তাঁদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছেন।
জেলা হকার্স সমিতি জানায়, দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের মালিকানাধীন মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে খাদের ওপর টঙঘর তুলে ব্যবসা করে আসছিলেন দুই শতাধিক হকার ও ক্ষুদ্র ব্যবসায়ী। তাঁদের মধ্যে কেউ চা-পান, চানাচুর-ঝালমুড়ি বিক্রি করে সংসারের খরচ জোগান দেন।
গত ১৬ এপ্রিল সওজের উদ্যোগে পুলিশের সহযোগিতায় জেলা প্রশাসন অভিযান চালিয়ে হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে। এতে পরিবার-পরিজন নিয়ে হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন।
এর পরিপ্রেক্ষিতে শনিবার বেলা ১২টার দিকে হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় তাঁদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বক্তব্য দেন জেলা হকার্স সমিতির সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক কবির হোসেন ও দপ্তর সম্পাদক লাল মিয়াসহ অনেকেই। পরে তাদের পুনর্বাসনের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, উচ্ছেদের কারণে উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে তাঁদের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। পরিবার-পরিজন নিয়ে অর্থকষ্টে অর্ধাহারে তাঁদের দিন কাটছে। পুনর্বাসনের বিকল্প কোনো ব্যবস্থা না করে দোকান গুঁড়িয়ে দেওয়ায় এখন পরিবার নিয়ে তাঁদের পথে বসার উপক্রম হয়েছে। পুনরায় তাঁদের ব্যবসা করার জন্য একটা স্থায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।