ব্রাজিলের গম খাওয়ার উপযোগী কি না, জানাতে নির্দেশ

ব্রাজিল থেকে আমদানি করা গম মানুষের খাওয়ার উপযোগী কি না, তা আগামী ৭২ ঘণ্টার মধ্যে জানাতে বলেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান প্রতিবেদন আকারে জানাতে এ আদেশ দিয়েছেন।
খাদ্যসচিব ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ প্রতিবেদন দিতে বলেছেন আদালত।
রিটকারীর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল অ্যাডভোকেট আদেল মিয়া এ রিট দায়ের করেন। রিটের বিবরণে বলা হয়, খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ব্রাজিল থেকে সম্প্রতি সরকার প্রায় ৪০০ কোটি টাকা ব্যয় করে প্রায় দুই লাখ টন পচা-নষ্ট গম আমদানি করে। এসব গম মানহীন ও মানবদেহের জন্য ক্ষতিকর বলে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) খাদ্যবিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের পরীক্ষার ফলে বলা হয়, ব্রাজিল থেকে আমদানি করা গম অনেক নিম্নমানের।