সাভারে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান শুরু

রাজধানীর সাভারের ‘জঙ্গি আস্তানায়’ অভিযান শুরু করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১১টার দিকে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল সেখানে পৌঁছার পর অভিযান শুরু হয়।
অভিযান শুরুর আগে বাড়ির আশপাশের ভবনের বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে। মাইকিং করে পুলিশের কাজে সহযোগিতার পাশাপাশি এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার কথাও বলছে পুলিশ।
এদিকে দুপুর পৌনে ১২টার দিকে ঘটনাস্থলের কাছে ফায়ার সার্ভিস ও সিভিল সার্ভিসের দুটি ইউনিট মোতায়েন রাখা হয়েছে। এরই মধ্যে ভবনটি ছাড়াও আশপাশের ভবনের বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করার প্রক্রিয়াও শুরু করেছেন অভিযানকারীরা।
ঢাকা জেলা পুলিশের সহযোগিতায় অভিযানে অংশ নিচ্ছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল (সিটিটিসি) ইউনিট ছাড়াও বোমা নিষ্ক্রিয়কারী দল ও গোয়েন্দা পুলিশ।
এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে নামাগেন্ডা এলাকায় সাকিব মিয়া নামের এক ব্যক্তির একটি ছয়তলা বাড়ির ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের উপকমিশনার (ডিসি) মবিনুল ইসলাম খান জানান, অভিযানের বিষয়টি টের পেয়ে জঙ্গিরা আগেভাগেই সটকে পড়লেও, সেখানে তাঁরা বিস্ফোরক রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম জানান, আজকের মধ্যেই অভিযান শেষ করা হবে।
এর আগে গতকালই ওই মহল্লার আনোয়ার মোল্লার পাঁচ তলাবিশিষ্ট বাড়ি ঘিরে রেখে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। ওই বাড়িটির নিচতলায় তল্লাশি চালানো হলেও কাউকে আটক বা কোনো কিছু উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।