নিজ বাসা থেকে ঠিকাদারের গলিত লাশ উদ্ধার

মানিকগঞ্জ শহরের পূর্ব দাশড়া এলাকায় নিজ বাসা থেকে নুরুল ইসলাম (৫৮) নামের এক ঠিকাদারের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঠিকাদারের ভাড়া বাসার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নুরুল ইসলাম সাটুরিয়া উপজেলার বরুন্ডি গ্রামের প্রয়াত মাহতাব উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,ওই এলাকার নাহার কুঞ্জের তিন তলা ভবনের নিচ তলা থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছিল। বাসায় কোনো লোকজনের সাড়া পাওয়া যাচ্ছিল না। ভেতর থেকে তালা দেওয়া থাকায় বিষয়টি সন্দেহজনক হলে স্থানীয় কয়েকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ দরজা ভেঙে ঘরের ভেতর বিছানায় শোয়া অবস্থায় নুরুল ইসলামের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার জানান, নুরুল ইসলাম এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। ঘটনার কয়েকদিন আগে থেকেই তাঁর স্ত্রী সন্তানদের কেউই বাসায় ছিলেন না। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে ওই ঠিকাদার মারা গেছেন।
ওসি আরো জানান, ঠিকাদারের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।