মদন উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপির জয়

নেত্রকোনার মদন উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম আকন্দ জয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২৬ হাজার ৬১১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কদ্দুছ পেয়েছেন ২৩ হাজার ৩৮৮ ভোট।
মদন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওয়ালিউল হাসান এই তথ্য জানিয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। উপজেলার আটটি ইউনিয়নের ৪৫টি কেন্দ্রে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট নেওয়া হয়।
মদন উপজেলায় ভোটার রয়েছেন এক লাখ সাত হাজার ৩৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৪ হাজার ৭০ জন ও নারী ভোটার ৫৩ হাজার ২৮৭ জন।
মদন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি মো. হারেছ উদ্দিন (৭০) গত ২২ ফেব্রুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন। চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করলে আজ ওই পদে ভোট নেওয়া হয়।