মদন উপজেলা পরিষদে আজ উপনির্বাচন

নেত্রকোনা জেলার মদন উপজেলা পরিষদে চেয়ারম্যান পদের উপনির্বাচন আজ। নির্বাচনে বিএনপির প্রার্থী মো. রফিকুল ইসলাম আকন্দ ও আওয়ামী লীগের প্রার্থী মো. আবদুল কুদ্দুছ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মদন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা বিএনপির সহসভাপতি এম এ হারেছ গত ২২ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করায় ওই পদটি শূন্য হয়।
একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন নিয়ে মদন উপজেলা গঠিত। মদনে মোট ভোটার সংখ্যা এক লাখ সাত হাজার ৩৫৭ জন। এর মধ্যে পুরুষ ৫৪ হাজার ৭০ জন আর মহিলা ৫৩ হাজার ২৮৭ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪৫টি কেন্দ্রে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে নির্বাচন সামগ্রী পাঠানো হয়েছে।
জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান জানান, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ আনসার ভিডিপি ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাব ও বিজিবি এক কেন্দ্র থেকে অপর কেন্দ্র টহল দেবে।