কুমুদিনী ওয়েলফেয়ারের ৩ পাটগুদামে আগুন

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা এলাকায় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তিনটি পাটের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।
আজ রোববার সকাল ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার সকালে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ১৫ নম্বর পাটের গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে সেই আগুন ১২ ও ১৩ নম্বর গুদামে ছড়িয়ে পড়ে। প্রথমে শ্রমিক ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
পরে খবর পেয়ে নারায়ণগঞ্জ ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনো ডাম্পিংয়ের কাজ চলছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের কর্মকর্তা জি এম রেজাউল করিম বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মামুনুর রশিদ বলেন, ‘আগুন তিনটি গুদামে ছড়িয়ে পড়েছিল। ভেতরে এখনো আগুন আছে, আমরা নিয়ন্ত্রণে কাজ করছি। যেহেতু পাটের আগুন, আমরা পানি দিচ্ছি, সেটা ভেতরে যাচ্ছে না। কাজ করছি, সময় লাগবে।’