আ. লীগ-যুবলীগের সমাবেশ, রূপগঞ্জে ১৪৪ ধারা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের একাংশ ও যুবলীগ একই সময়ে সমাবেশ আহ্বান করায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
আজ শনিবার সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের সব জায়গায় সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, আজ বিকেলে কায়েতপাড়া পূর্বাচল স্কুল মাঠে আওয়ামী লীগের একাংশের কর্মিসভা আহ্বান করা হয়। সভাটি ডাকেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম। এর পর কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগ ওই স্কুল মাঠে একই সময়ে কর্মিসভা আহ্বান করে।
ওসি বলেন, একই স্থানে কর্মিসভা আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কায় উপজেলা প্রশাসন আজ সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ১৪৪ জারি করে। এ সময় সেখানে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধি ঘোষণা করা হয়।