মানিকগঞ্জে আইনজীবী গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার

মানিকগঞ্জ পৌরসভার পোড়রা এলাকায় নিজ বাড়ি থেকে এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে ওই আইনজীবীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আইনজীবী তৌহিদুর রহমান বাবু (৪২) পোড়রা এলাকার লুৎফর রহমানের ছেলে। তিনি মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য।
মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) ভিক্টর ব্যানার্জি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১০ টার দিকে তৌহিদুর রহমান বাবুর বাড়িতে অভিযান চালায় ডিবি। এ সময় বাড়িটি থেকে একটি পিস্তল, একটি গুলি, দুটি ম্যাগাজিন ও ৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করা। এরপর তাঁকে আটক করা হয়।
মানিকগঞ্জ সদর থানা সূত্রে জানা যায়, প্রায় সাত বছর ধরে তৌহিদুর রহমান মাদকদ্রব্য সেবন করে আসছেন। তাঁর স্ত্রী সাদিয়া হোসেন মাদক সেবনে বাধা দিলে তাঁকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন তিনি। এ ব্যাপারে গত রোববার সাদিয়া তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
জানতে চাইলে জেলা ডিবির পরিদর্শক শাহীন পারভেজ বলেন, বাবুর বিরুদ্ধে সদর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।