নেত্রকোনায় ত্রাণ বিতরণে অনিয়ম, সংঘর্ষে আহত ২৫

অকালবন্যায় ফসলহারা ক্ষতিগ্রস্তদের ভিজিএফ কার্ডের তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ ওঠার পর নেত্রকোনা মদন উপজেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ বুধবার বিকেলে উপজেলার দক্ষিণপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে শিশু, পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
আহতদের মধ্যে রফিকুল, মনি, রিফাতের (১২) অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আওয়াল, তাজউদ্দিন, ছোট্ন, নূর মোহাম্মদ, শফিকুল, এমদাদুল, সাদ্দাম, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, শফিকুল, শামীম, কাঞ্চন, ফুলচান, নূর মিয়া, জলিল ও থমুজকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হানিফ, পুলিশ সদস্য আকরামসহ অন্যরা মদন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, অকালবন্যায় ফসলহারা ক্ষতিগ্রস্তদের ভিজিএফ কার্ডের তালিকা তৈরিতে মদন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মানিক মিয়া অনিয়ম করেন। এতে একই গ্রামের জহিরুল, রুহুল আমিনসহ কয়েকজন বিভিন্ন কর্তৃপক্ষের কাছে এ মাসে একটি অভিযোগ দেন। পরে মানিকের সঙ্গে স্থানীয় আহাদ পক্ষের দ্বন্দ্ব দেখা দেয়। এর জের ধরে আজ দুপুর আড়াইটার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। তারা দেশীয় অস্ত্র নিয়ে মারামারি করে। পরে পৌর মেয়র, কাউন্সিলর, পাশের গ্রামের মাতব্বরসহ পুলিশ প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ ১১টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান জানান, মদন দক্ষিণ পাড়ায় দুই পক্ষের সংঘর্ষ থামাতে পুলিশ ১১টি টিয়ার শেল ছোড়ে। এতে এক এএসআইসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।