হাওরের মানুষের জন্য সব করবে সরকার : দীপু মনি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত সব কৃষক, জেলে ও সাধারণ মানুষের জীবন-জীবিকা রক্ষায় যা যা দরকার সব করবে সরকার। একজনকেও বাদ দেওয়া হবে না।
আজ রোববার দুপুরে নেত্রকোনার মোহনগঞ্জে হাওর এলাকা পরিদর্শনকালে দীপু মনি এসব কথা বলেন।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার সবসময় দেশের সাধারণ মানুষের পাশে থাকে। আওয়ামী লীগ জনবান্ধব সরকার তাই তারা জনগণের কল্যাণে কাজ করে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হাওর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের দেখতে আগামী ১০ দিনের মধ্যে নেত্রকোনার হাওরাঞ্চল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হাওর এলাকা পরিদর্শন শেষে দীপু মনি নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে মোহনগঞ্জের মাঘান ইউনিয়নের বিজ্ঞান বাজার এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রেমন্ড আরেং, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল।
পরে বিজ্ঞান বাজার মাঠে আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন ডা. দীপু মনি। মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌরসভার মেয়র অ্যাডভোকেট লতিবুর রহমান রতনের সভাপতিত্বে বক্তব্য দেন রেমন্ড আরেং, মতিয়র রহমান খান, আশরাফ আলী খান খসরু, অপু উকিল ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ ইকবাল।