ক্যানসার আক্রান্ত মাওলানা ফারুকীর পাশে কায়কোবাদ

ক্যানসার আক্রান্ত হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা মাওলানা এনামুল হাসান ফারুকী’র পাশে দাঁড়িয়েছেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ-এর পক্ষ থেকে চিকিৎসা সহায়তার জন্য নগদ অর্থ মাওলানা ফারুকী’র হাতে তুলে দেওয়া হয়। এ সময় তিনি পূর্বের ন্যায় সব সময় আলেমদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ ও আলেম-ওলামাদের সঙ্গে জিয়া পরিবারের ঐতিহাসিক ও আন্তরিক সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের সূত্র ধরেই তিনি মানবিক সহায়তা নিয়ে মাওলানা এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়িয়েছেন।
এর আগে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকেও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ অন্যান্য নেতারা মাওলানা ফারুকীর পাশে সাধ্যমতো সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছিলেন।
ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে জিয়া পরিবার ও এ দেশের আলেম-ওলামারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। মাওলানা এনামুল হাসান ফারুকী সেই নির্যাতনের এক নির্মম উদাহরণ।
মাওলানা ফারুকী হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ছিলেন।
২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনের সময় রাজনৈতিক প্রতিহিংসার জেরে তাঁর বিরুদ্ধে মিথ্যা ১৬টি মামলা দেওয়া হয় ও তিনি কারাভোগ করেন। কারাগারে ২৪ দিন রিমান্ডে অবর্ণনীয় শারীরিক ও মানসিক নির্যাতন ও চিকিৎসা ছাড়া টানা দেড় বছর কারাভোগের কারণেই তার শরীরে মরণব্যাধি ক্যানসার বাসা বাঁধে।
বর্তমানে ক্যানসারে আক্রান্ত মাওলানা ফারুকী বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসকদের পাশাপাশি চেন্নাই সিএমসি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসার অংশ হিসেবে সেপ্টেম্বর মাসের শেষ দিকে তাকে অপারেশনের জন্য চীনের গুয়াংজু হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ অসুস্থ মাওলানা এনামুল হাসান ফারুকীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন— বিএনপি’র সুহৃদ ওলামায়ে কেরাম, লাবিব একাডেমি মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা সালেহ আহমদ আজম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ডক্টর মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, সাংবাদিক মুফতি এনায়েতুল্লাহ, লেখক মাওলানা ওয়ালী উল্লাহ আরমান ও চিকিৎসা বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব মুফতি রেজওয়ান রফিকী প্রমুখ।