খেলতে গিয়ে নিখোঁজ শিশু, পরে পুকুরে ভাসল দেহ

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পানিতে ডুবে ইয়ামিন নামের আড়াই বছরের এক শিশু নিহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
ইয়ামিন ওই গ্রামের কাঠমিস্ত্রি হায়াত আলীর ছেলে।
ইয়ামিনের পরিবারের লোকজন জানান, সকালে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলার সময় সবার অজান্তে পানিতে পড়ে ডুবে যায় ইয়ামিন। পরে ইয়ামিনের দেহ ভেসে উঠলে উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য আবুল হাসেম মহুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ইয়ামিনকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।