মানিকগঞ্জে ধর্ষণের দায়ে দুজনের যাবজ্জীবন

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এক নারীকে ধর্ষণের ঘটনায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাসিনা রৌশন জাহান এই দণ্ডাদেশ দেন।
যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া দুজন হলেন সিঙ্গাইর উপজেলার ধল্লা উত্তরপাড়া গ্রামের মানিক মিয়া ওরফে মইজা (৪৫) ও একই গ্রামের আবুল হোসেন (৪৭)।
মামলার অপর আসামি আবদুল খালেককে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মামলা চলাকালে কালু মিয়া নামের এক আসামি মারা গেছেন।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০০৩ সালের ৬ মে রাত ৮টার দিকে দুই নারী তাঁদের এক বোনকে আনতে সিংগাইরের বাস্তা বাসস্ট্যান্ডে যান। ফেরার পথে উপজেলার ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠের দক্ষিণে ফাঁকা জায়গায় মানিক মিয়া ওরফে মইজা ও আবুল হোসেন তাঁদের একজনকে মুখ বেঁধে কবরস্থানের পূর্ব পাশে গ্রামীণ ব্যাংকের দক্ষিণে আখক্ষেতে নিয়ে ধর্ষণ করে।
ঘটনার পরের দিন ধর্ষণের শিকার নারী বাদী হয়ে সিংগাইর থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে পুলিশ চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ কৌঁসুলি (পিপি) এ কে এম নূরুল হুদা রুবেল। আসামিপক্ষে ছিলেন দিলীপ কুমার রাজবংশী।