খেলতে গিয়ে হাওরে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনার খালিয়াজুরীর উপজেলায় একটি হাওরের পানিতে পড়ে দেড় বছর বয়সী এক শিশু মারা গেছে। আজ শনিবার সকালে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের ইসলামপুর এলাকার হাওরে পড়ে ওই শিশু মারা যায়।
নিহত শিশুর নাম জিহাদ। তাঁর বাবা শিপন মিয়া।
শিশুটির বাবা জানান, আজ সকালে বাড়ির উঠানে অন্য একটি শিশুর সঙ্গে খেলছিল জিহাদ। তাঁদের বাড়ির চারপাশের হাওরে ভর্তি পানি। খেলার সময় হঠাৎ ওই পানিতে পড়ে যায় সে। এর কিছুক্ষণ পরেই তাকে খুঁজতে গিয়ে পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখা যায়।
এ বিষয়ে খালিয়াজুরী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তোফায়েল আহমেদ জানান, ওই শিশুর মৃত্যুর খবর শোনার পর তিনি এলাকায় যান। এ সময় শিশুটির পরিবারকে ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।