হাওরে ডুবন্ত ধান আনতে গিয়ে কৃষক নিখোঁজ!

ভিক্ষু মিয়া ও ভিকচান দুই ভাই। হাওরের পানিতে তাঁদের ধান তলিয়ে গেছে। সংসারে ভীষণ অভাব। তাই তলিয়ে যাওয়া ধান আনতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু ধান আনা হয়নি। হাওরের পানিতে ভাইকে হারিয়ে বাড়ি ফিরেছেন ভিকচান।
ঘটনাটি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের রুয়াইল হাওরের।
গতকাল শুক্রবার বিকেলে ভিক্ষু মিয়া (৩০) নিখোঁজ হন। আজ শনিবার বিকেল পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি।
পুলিশ ও নিখোঁজের পরিবার সূত্রে যানা যায়, গতকাল বিকেলে ভিক্ষু মিয়া উপজেলার মেন্দিপুর ইউনিয়নের রুয়াইল হাওরের পানিতে তলিয়ে যাওয়া ধান তুলতে যান। এ সময় তাঁর সঙ্গে ছোট ভাই ভিকচানও ছিলেন। পরে হাওরের বাতাস ও পানির তোড়ে নৌকা উল্টে গেলে ভিক্ষু মিয়া ও ভিকচান পানিতে পড়ে যান। এ সময় সাঁতার কেটে ভিকচান তীরে ওঠেন। কিন্তু ভাইয়ের তিনি আর কোনো সন্ধান পাননি।
এ বিষয়ে ভিকচান জানান, ফসল হারিয়ে অভাবের তাড়নায় ডুবে যাওয়া ধান তুলতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু হঠাৎ হাওরের বাতাস ও পানির তোড়ে নৌকা উল্টে যায়। পানিতে পড়ে যাওয়ার পর তাঁর ভাইকে আর খুঁজে পাননি।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, ভিক্ষু মিয়া নিখোঁজের পর পুলিশ তাঁকে উদ্ধারের চেষ্টা করছে। সঙ্গে স্থানীয়রাও চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আজ বিকেল পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি।
এ ঘটনায় খালিয়াজুরী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তোফায়েল আহমেদ ওই এলাকায় যান। তিনি নিখোঁজ ভিক্ষু মিয়ার পরিবারকে ১৫ হাজার টাকা আর্থিক অনুদান দেন।