দুর্গত মানুষদের নিয়ে রাজনীতি করবেন না : হানিফ

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘হাওরের দরিদ্র ও দুর্গত মানুষদের নিয়ে রাজনীতি করবেন না, সম্ভব হলে তাঁদের পাশে দাঁড়ান।’
আজ শুক্রবার বিকেলে রাজধানীর অফিসার্স ক্লাবে ঢাকাস্থ কুষ্টিয়া জেলা সমিতির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে হানিফ এসব কথা বলেন।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘এই সরকার জনগণের পাশে যেভাবে দাঁড়িয়েছে তা নিঃসন্দেহ প্রশংসার দাবি রাখে অথচ তা নিয়ে রাজনীতি করা হচ্ছে। বিএনপি নেতাদের বলি, এসব নিয়ে রাজনীতি করলে জনগণ মেনে নেবে না।’
নির্বাচন নিয়ে হানিফ বলেন, ‘নির্বাচন সংবিধান অনুযায়ী সঠিক সময়ে হবে। সে নির্বাচনে না এলে অতীতের মতোই ভুল হবে। সে ভুলের খেসারত অন্যরা দেবে না, তাদেরই দিতে হবে। জনগণ সে ভুলের ভাগ নেবে না।’
হানিফ বলেন, ‘একটি জেলা আমলা, রাজনৈতিক ও নানা পেশাজীবীদের সহযোগিতা নিয়ে গড়ে উঠে। রাজনীতিবিদদের পাশাপাশি আমলাদের সহযোগিতা থাকলে আরো বেশি অগ্রগতি হয়। যদিও আমাদের দেশে একধরনের আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে।’
আয়োজক সংগঠনের সভাপতি আখতারুজ্জামানের সভাপতিত্বে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবীর, সমিতির মহাসচিব আবদুর রউফ, বার্ষিক সাধারণ সভার আহ্বায়ক এম এ সালাম। সভাশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।