দুটি স্বর্ণপদক, তবু মনে কষ্ট!

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী দীপ্তি রায় পেয়েছেন দুটি স্বর্ণপদক। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে তাঁর হাতে এই পদক তুলে দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণপদক পেয়েও মনে কষ্ট দীপ্তি রায়ের। কারণ, তাঁর বাবা সেই পদক দেখে যেতে পারেননি। তার আগেই তিনি মারা গেছেন।
নজরুল বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করা এই ছাত্রীর বাড়ি নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের আমলাপাড়ার। তাঁর বাবা কানাই লাল রায় মারা যান গত বছরের ২৪ নভেম্বর।
পদক পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে আজ শনিবার দীপ্তি রায় বলেন, ‘আমি সংগীত বিভাগে স্নাতক ও স্নাতকোত্তরে কলা অনুষদে সর্বোচ্চ গ্রেড পেয়ে প্রথম স্থান অধিকার করি। তাই বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে রাষ্ট্রপতি স্বর্ণপদক তুলে দেন।’
দীপ্তি রায় বলেন, ‘এই স্বর্ণপদক পেয়ে আমি আনন্দিত। তবে আমার একটাই কষ্ট যে এ সাফল্য বাবা দেখে যেতে পারলেন না। আমি দুর্গাপুরবাসী, আমার সংগীত শিক্ষাগুরুসহ সবার কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করছি।’
দীপ্তি রায় বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে ২০০৭-০৮ শিক্ষাবর্ষে ভর্তি হন। এরপর কলা অনুষদে তিনি সর্বোচ্চ নম্বর পান। বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে মোট ৩২টি স্বর্ণপদক দেওয়া হয়। তাঁর মধ্যে দুটি পদক পান দীপ্তি।