কলেজছাত্রীর খুনিদের গ্রেপ্তার দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন

মানিকগঞ্জে কলেজছাত্রী জবেদা আক্তারের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করেছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা শহরের খোন্দকার দেলোয়ার হোসেন কলেজের সামনে শহীদ সরণি সড়কে এই কর্মসূচি পালন করা হয়।
জবেদা ঢাকার ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নের বারপাইখা গ্রামের জয়নাল হোসেনের মেয়ে। সে মানিকগঞ্জ শহরের খোন্দকার দেলোয়ার হোসেন কলেজের একাদশ শ্রেণিতে পড়ত।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত ৮ এপ্রিল রাত ৮টার দিকে জবেদা আক্তারের (১৬) ফোনে কল এলে সে ঘরের বাইরে বের হয়। এরপর ওই রাতে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরের দিন ৯ এপ্রিল সকালে বাড়ির পাশে একটি ভুট্টাক্ষেতে গলায় ওড়না পেচানো অবস্থায় জবেদার লাশ পাওয়া যায়। খবর পয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
এ ঘটনায় জবেদার বাবা জয়নাল হোসেন বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ধামরাই থানায় একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে আজ দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ শহরের খোন্দকার দেলোয়ার হোসেন কলেজের সামনে শহীদ সরণি সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। সহপাঠী, কলেজের শিক্ষক ও শিক্ষার্থী এবং নিহত ছাত্রীর অভিভাবকরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, প্রভাষক শাহিনুর ইসলাম, নিহত ছাত্রীর বাবা জয়নাল হোসেনসহ অনেকেই।
এ সময় বক্তারা জবেদার হত্যাকারীদের গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, হত্যাকাণ্ডের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হবে।