বন্যায় ফসলহারা দুই কৃষকের মৃত্যু

নেত্রকোনা জেলার হাওরদ্বীপ খালিয়াজুরীতে হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তাঁরা হলেন জামির মিয়া (৬০) ও আরব আলী (৭০)।
মৃত দুজনের স্বজনদের দাবি, ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বোরো ফসল তলিয়ে যাওয়ায় দুজনের হার্ট অ্যাটাক হয় এবং মারা যান।
জামির মিয়ার ভায়রা হারিছ মিয়া জানান, খালিয়াজুরীর কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর মাদ্রাসাপাড়া এলাকার জামির এবারের মৌসুমে পাঁচ একর জমিতে লক্ষাধিক টাকা খরচ করে বোরো ফসল আবাদ করেছিলেন। কিন্তু বিগত কয়েক দিনের পাহাড়ি ঢলে সৃষ্ট অকালবন্যায় শতভাগ ফসল তলিয়ে যায়। এ কারণে সাত সদস্যের পরিবারের ভরন-পোষণের দুশ্চিন্তা করতে থাকেন। বুকে ব্যথা হওয়ায় গতকাল বুধবার ভোরে তাঁকে সিলেট জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতে তাঁর মৃত্যু হয়।
এদিকে, একই ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আরব আলী চড়া সুদে মহাজনী ঋণ নিয়ে প্রায় দেড় লাখ টাকা খরচ করে আট একর বোরো জমি চাষ করেন।
আরব আলীর ছোট ভাই নায়েব আলী জানান, অকালবন্যায় সমস্ত ফসল তলিয়ে যাওয়ার কারণে তিনি মাত্রাতিরিক্ত দুশ্চিন্তায় ছিলেন। এরই মাঝে গতকাল সকালে নিজ বাড়িতে গরুকে খাবার দেওয়ার সময় তাঁর বুকে প্রচণ্ড ব্যথা অনুভব হয় এবং তিনি বমি করেন। তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নায়েব আলী আরো জানান, স্থানীয় কবরস্থানে আজ বৃহস্পতিবার দুজনের লাশ দাফন করা হয়েছে।
এ ব্যাপারে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন জানান, দুই কৃষকের মৃত্যুর বিষয়টি তাঁকে কেউ জানায়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল আহমেদ বলেন, বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের মাধ্যমে তিনি জেনেছেন। এ ব্যাপারে আরো খোঁজখবর নিচ্ছেন তিনি।