মানিকগঞ্জে মাধ্যমিক স্কুলের শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি

ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশের মতো মানিকগঞ্জেও পালিত হচ্ছে মাধ্যমিক স্কুলের শিক্ষক-কর্মচারীদের একদিনের কর্মবিরতি।
আজ মঙ্গলবার সকাল ১০টায় নিজ নিজ বিদ্যালয় প্রাঙ্গণে কালোব্যাজ ধারণ করে কর্মবিরতিতে অংশ নেন শিক্ষক-কর্মচারীরা।
বাংলাদেশ শিক্ষক সমিতির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি কাশীনাথ সরকার জানান, সারা দেশের মতো মানিকগঞ্জের সব মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে কালোব্যাজ ধারণ করে কর্মবিরতি পালন করছেন।
ছয় দফা দাবিগুলোর মধ্যে আছে-১. শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করতে হবে, বিক্ষিপ্তভাবে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নয় ; ২. জাতীয় শিক্ষানীতি -২০১০ বাস্তবায়ন করতে হবে; ৩. সরকারি শিক্ষক-কর্মচারীদের মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বার্ষিক ৫ শতাংশ বেতন বৃদ্ধি, বাংলা নববর্ষ ভাতা, বাড়ি ভাড়া, পূর্ণাঙ্গ উৎসব ও চিকিৎসা ভাতা দিতে হবে; ৪. জাতিসংঘের ইউনেস্কো ও আইএলওর সুপারিশের আলোকে শিক্ষা খাতে জিডিপির বরাদ্দ বাবদ ৬ শতাংশ রাখতে হবে; ৫. নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করতে হবে; ৬. অবসর গ্রহণের ছয় মাসের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা দিতে হবে।
কর্মবিরতি কর্মসূচিতে বলা হয়, উল্লিখিত দাবিগুলো মানা না হলে পরবর্তী সময়ে আরো কঠোর কর্মসূচি দেবেন শিক্ষক-কর্মচারীরা।