‘আইএস সদস্য’ পাঁচদিনের রিমান্ডে

রাজধানীর পল্লবী থেকে ‘ইসলামিক স্টেটের (আইএস)’ সদস্য সন্দেহে আটক ফাইয়াজ ইশমাম খানকে (২৪) সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় পাঁচদিনের হেফাজতে (রিমান্ডে) নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক রফিকুল ইসলাম ফাইয়াজকে হাজির করে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সন্ত্রাসবিরোধী আইনের ১৩ (৫) ১৫ নম্বর মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়ে ১০ দিন হেফাজতের আবেদন করেন।
হেফাজতের আবেদনে উল্লেখ করা হয়, আসামি একজন ইসলামিক স্টেটের (আইএস) সদস্য। আসামির সঙ্গে অন্য কোনো সদস্য রয়েছে কি না ও নাশকতার কোনো পরিকল্পনা আছে কি না-এসব তথ্য উদঘাটন করতে হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম হাসিবুল হক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত শুক্রবার রাতে রাজধানীর পল্লবীর ডিওএসএইচের সাত নম্বর রোডের ৫০৮/১০ নম্বর বাড়ির ৪/ডি নম্বর ফ্ল্যাট থেকে ইসলামিক স্টেট (আইএস) বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ফাইয়াজকে গ্রেপ্তার করা হয়।