মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের জন্য জিয়াউর রহমানই দায়ী : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অভিযোগ করেছেন, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের জন্য জিয়াউর রহমানই দায়ী। আজ সোমবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে একাত্তরে ঘাতক দালাল নির্মূল কমিটির আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমান স্বাধীনতাবিরোধীদের নাগরিকত্ব দিয়ে রাজনীতিতে তাদের প্রতিষ্ঠিত করেছিলেন। এরপর খালেদা জিয়া মন্ত্রিত্ব দিয়ে মুক্তিযোদ্ধাদের প্রতি চরম অবজ্ঞা করেছেন।
এ সময় বক্তারা মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তিকারীদের বিচারের জন্য আলাদা আইন তৈরির দাবি জানান। তাঁরা বলেন, এখনো মুক্তিযোদ্ধাদের সন্তানরা কুলির কাজ করছে, যা হতাশাজনক। মুক্তিযুদ্ধের ওপর সেরা প্রতিবেদনের জন্য এ বছর থেকে তিনজনকে পুরস্কার দেবে ঘাতক দালাল নির্মূল কমিটি।
তোফায়েল আহমেদ আরো বলেন, ‘এ সংবিধান তছনছ করে দিয়েছেন জিয়াউর রহমান। স্বাধীনতাবিরোধীদের তিনি পুনর্বাসন করেছেন, গোলাম আযমকে নাগরিকত্ব দিয়েছেন। আর তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়া যিনি শহীদের সংখ্যাও নিয়ে সংশয় প্রকাশ করেন, তিনি এই খুনি-স্বাধীনতাবিরোধীদের গাড়িতে পতাকা তুলে দিয়েছেন।’