খাগড়াছড়িতে যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

খাগড়াছড়ি জেলার দীঘিনালার বাঘাইছড়িমুখ এলাকা থেকে পাঁচজনকে আটক করেছেন যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় সেখান থেকে দুটি পিস্তলও উদ্ধার করা হয়।
আজ শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সুদর্শী চাকমা ওরফে বাপ্পি (২৮), ধর্মজ্যোতি চাকমা (৪০), প্রজ্ঞান চাকমা (৫০), অনিল কান্তি চাকমা (২৮) ও মো. ইয়াকুব আলী (৪০)।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদা সংগ্রহকারীদের প্রধান সুদর্শী চাকমার বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে দুটি পিস্তল, ১০টি মোবাইল সেট, ল্যাপটপ, চাঁদার রসিদ বইসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পাওয়া যায়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাকি চারজনকে আটক করা হয়।
ওসি আরো বলেন, আটক ওই পাঁচ ব্যক্তিই ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সমর্থক। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।